ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্বুদ্ধ , ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় আইসিটি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ১২ ডিসেম্বর ২০২২ তারিখে জাতীয়ভাবে দেশব্যাপী “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২” উদ্যাপিত হবে।
এ উপলক্ষে কেন্দ্রীয় পর্যায়ে শুরু হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা। অনলাইন কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন https://www.quiz.digitalbangladesh.gov.bd। প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি নিম্নরুপ:
রেজিস্ট্রেশন চলবে |
২৬ নভেম্বর ২০২২ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত |
প্রতিযোগিতার তারিখ |
- গ্রুপ কঃ ২৯ নভেম্বর - গ্রুপ খঃ ০১ ডিসেম্বর - গ্রুপ গঃ ০২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে। |
যারা অংশগ্রহণ করতে পারবেন |
- গ্রুপ কঃ ৮-১২ বছর - গ্রুপ খঃ ১৩-১৮ বছর - গ্রুপ গঃ ১৯-তদুর্ধ্ব বছর |
পুরস্কার |
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। · ১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন · ২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন · ৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন · ৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন · ৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস